স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভাঙ্গায় আলোচনা-মুক্তিযোদ্ধোদের সম্মানানা প্রদান

  মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৯ মার্চ ২০২১, ১৭:১০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী মুনসুরাবাদ উচ্চ বিদ্যালয়ে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনাসভা ও বীর মুক্তিযোদ্বাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে  বিদ্যালয়ের সভাকক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস.এম রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, বাংলাদেশ যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ  শাহাদাত হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল আলম রাসেল,ইউপি আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী হাবিবুর রহমান,বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল কাইয়ুম, খোকন মিয়া । বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ খবির হোসেন  সহ আরও উপস্থিত ছিলেন,দুদক পিপি এ্যাডভোকেট আসাদুজ্জামান রানা,মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামসেদ,বিদ্যালয় ম্যানেজিং কমিটির  সাবেক সভাপতি মোঃ এনায়েত হোসেন, প্রতিষ্ঠাতা মোঃ ওহিদুজ্জামান মিয়া,একাডেমিক সুপারভাইজার প্রহলাদ বিশ্বাস,আমিনুল ইসলাম প্রমুখ। সভা শেষে শিক্ষার্থীদের আয়োজনে দেশাত্নবোধক সংগীত পরিবেশন করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত