স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাগেরহাটে বিজয় শোভাযাত্রা                                

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২১, ১৮:৫১ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে  বাগেরহাটে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্দোগে বাগেরহাট শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে মিলিত হয়। 

সেখানে অনুষ্ঠিত পদ সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, সহসভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন, মনোয়ার হোসেন টগর, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, আওয়ামী লীগ নেতা তালুকদার আব্দুল বাকি, শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ। এ সময় জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন,মহিলা আওয়ামী লীগ সভাপতি সীতা রানী দেবনাথ,সাধারন সম্পাদক শরিফা হেমায়েত, শ্রমীক লীগের সভাপতি রেজাইর রহমান মন্টু,কৃষক লীগের সভাপতি আবুল হাশেম শ্পিন,স্বেচ্ছা সেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল,যুব মহিলা লীগের আহবায়ক এ্যাড লুনা সিদ্দিকি,ছাত্র লীগের সভাপতি মনির হোসেনসহ জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত  ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই দেশে কোন মৌলবাদী ও পাক বাহিনীর দোসরদের ঠাই হবে না। যদি কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চান তারা এখনও সাবধান হয়ে যান। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি কর্মী জীবন দিয়ে হলেও দেশকে রক্ষা করবে। দেশ ও জাতির কল্যানে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত