স্বদেশ-কাজল চক্রবর্তি
প্রকাশ: ২৬ জুন ২০২৩, ১১:৫৭ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২১:১৯
স্বদেশ
সাদা মানুষ দেখেই দেখি
কালোরা ভ্রু কোচকায়
গড়ের মাঠে গাছ লাগালাম
আম হচ্ছে মালদায়
সকাল সকাল লাইনে দাঁড়াও
বোতাম টেপো সজ্জনে
জেতার তকমা পেয়েই যাবে
ওই কূলটা দুর্জনে
গ্যাটের টাকা খরচ করে
ঘন্টাখানেক শুনবে
দশের টাকা মারবে ওরা
তুমি রসুন বুনবে
এমনতরো দিনযাপনে
আছি এখন বেশ
চাষীর রক্ত শুকিয়ে গেলে
মরুভূমি স্বদেশ
লেখক : কাজল চক্রবর্তি
কলকাতা - ভারত
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত