স্থগিতাদেশ প্রত্যাহার, পদ ফিরে পেলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ১১:০৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:০৩
অবশেষে স্থগিতাদেশ প্রত্যাহার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের। বাবুল ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
রোববার (১০ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, 'গত ২১ আগষ্ট ২০২৪, ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক পদসহ বিএনপি'র সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লিখিত ঘটনার মতো কোন সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো। আপনি এখন থেকে দলের নীতি, শৃঙ্খলা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন বলে দল আশা রাখে।'
এব্যাপারে শহিদুল ইসলাম বাবুল এই প্রতিবেদককে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমাকে পার্টি পদ স্থগিত করে। পার্টি ফের আমার রাজনীতি ক্যারিয়ার ও সবকিছু বিবেচনা করে পদ স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। এ জন্য পার্টির প্রতি আমি কৃতজ্ঞ। পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রতি অশেষ ধন্যবাদ ও ভালোবাসা।
তিনি বলেন, রাজনীতি জীবনে এটা ছিল আমার জন্য একটা ছন্দ পতন। আমি আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের মানুষের প্রতি ঋণী, কারণ তারা আমার দুঃসময়ে জনমত গঠনে ভূমিকা পালন করেছে। আজ আমি খুশি ও আনন্দিত।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত