মেধাবী ছাত্রছাত্রীদের বিকাশে এক যুগ পার করলো গভর্নর স্কলারশিপ
স্ট্যান্ডার্ড চার্টার্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮০ শিক্ষার্থীকে গভর্নর স্কলারশিপ প্রদান করলো
প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ১৫:৩৯ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৯
[ঢাকা, ০৬ নভেম্বর, ২০২২]- স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সম্প্রতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০ জন এবং অর্থনীতি বিভাগের ৬০ জন মেধাবী শিক্ষার্থীদের গভর্নর স্কলারশিপ প্রদান করেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এক দশকের বেশি সময় ধরে গভর্নর স্কলারশিপ প্রদান করে আসছে। এই স্কলারশিপ একটি যোগ্যতা ও প্রয়োজন-ভিত্তিক পুরষ্কার, যা শিক্ষার্থীদের দুর্দান্ত একাডেমিক পারফর্ম্যান্সের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। নীতি প্রণয়ন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ভূমিকাকে সম্মান জনাতে এই পুরস্কারটির নামকরণ গভর্নর স্কলারশিপ করা হয়। সেই সাথে পরবর্তী প্রজন্মের উদীয়মান নেতৃত্ব এবং তাদের সীমাহীন সম্ভাবনা তুলে ধরাও এ স্কলারশিপ প্রোগামের লক্ষ্য। গভর্নর স্কলারশিপ শিক্ষার্থীদের মাঝে জ্ঞান অর্জনের মনোভাব প্রতিষ্ঠা করে। তাদের লক্ষ্য পূরণে আত্মবিশ্বাসী এবং দক্ষতা বৃদ্ধিতে সক্ষম করে তোলে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মো: নাসের। আরও উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয়; স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক ড. মো: জিয়াউর রহমান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এম এম আকাশ; বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর প্রমুখ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডুইডা) পৃষ্ঠপোষক হিসেবে অংশ নেন।
প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক-এর ডেপুটি গভর্নর আবু ফারাহ মো: নাসের বলেন, “গভর্নর স্কলারশিপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই দুটি বিভাগের সেরাদের জন্য একটি স্বীকৃতি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রদত্ত এই বৃত্তি থেকে শিক্ষার্থীরা ব্যাপকভাবে উপকৃত হয়েছে। সে জন্য আমি স্ট্যান্ডার্ড চার্টার্ডকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। সমাজের উন্নয়নে সহায়তা করা সংস্থা এবং ব্যক্তি উভয়েরই দায়িত্ব। আমি আশা করি অন্যান্য গ্রুপ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো উচ্চ শিক্ষার সুবিধার্থে এগিয়ে আসবে এবং জাতির সমৃদ্ধিতে অবদান রাখবে।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও নাসের এজাজ বিজয় বলেন, “শিক্ষার সাথে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। আমাদের দেশের সবচেয়ে সম্ভাবনাময় তরুণ শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ তৈরি করে দেওয়া মানেই দেশের ভবিষ্যতের কল্যাণে কাজ করা। তাই শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নে আবারও সাহায্য করতে পেরে স্ট্যান্ডার্ড চার্টার্ড গর্বিত।”
দীর্ঘ ১১৭ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে নিরবচ্ছিন্ন কার্যক্রম পরিচালনাকারী স্ট্যান্ডার্ড চার্টার্ডই দেশের একমাত্র বহুজাতিক ব্যাংক। ২০০৯ সাল থেকে ব্যাংকটি গর্ভনর স্কলারশিপ প্রদান করে আসছে। এপর্যন্ত ব্যাংক থেকে ৮১২ টি স্কলারশিপ প্রদান করা হয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সাস্টেইনেবিলিটি এবং ইক্যুইটি প্রতিষ্ঠায় ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। স্ট্যান্ডার্ড চার্টার্ডের ল্যান্ডমার্ক কমিউনিটি এনগেজমেন্ট প্রোগ্রাম ‘ফিউচারমেকারস বাই স্ট্যান্ডার্ড চার্টার্ড’ ভবিষ্যৎ প্রজন্মকে শিখতে, উপার্জন করতে এবং প্রবৃদ্ধিতে সাহায্য করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত