সৌম্যর দুর্দান্ত ফিফটি, তবুও হারলো রংপুর রাইডার্স

  স্পোর্টস ডেস্ক    

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৩

গ্লোবাল সুপার লিগে দ্বিতীয় ম্যাচেও হেরেছে রংপুর রাইডার্স। টানা দুই হারে টেবিলের তলানীতে চলে গেছে বিপিএলের দলটি। দুর্দান্ত ফিফটি হাঁকিয়েও দলকে হারের কবল থেকে বাঁচাতে পারেননি সৌম্য সরকার।

গতকাল রোববার গায়ানা প্রোভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৫১ রান করে অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়া। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করতে পারে রংপুর রাইডার্স। এতে ১০ রানের জয় পায় ভিক্টোরিয়া। দুই ম্যাচেই দুটিতেই জিতে টেবিলের শীর্ষে আছে তারা।

টুর্নামেন্টে যোগ দিতে দেশ ছাড়ার আগে ফাইনাল খেলার কথা বলেছিলেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। কিন্তু উইকেটকিপার ব্যাটারের সেই স্বপ্ন এখন একেবারেই মলিন।

৫ দলের এই টুর্নামেন্টে লিগ পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। অর্থাৎ লিগ পর্বে প্রতি দলের ম্যাচ ৪টি করে। লিগ পর্ব শেষে সেরা দুই দল খেলবে ফাইনাল।

রংপুরের যদি ফাইনাল খেলতে হয় সেক্ষেত্রে পরবর্তী দুটি ম্যাচে তাদেরকে জিততেই হবে। অন্যদিকে প্রার্থনা করতে হবে বর্তমানে সেরা দুইয়ে থাকা ভিক্টোরিয়া ও গায়ানা অ্যামাজন ওয়ারিয়ারর্স যেন বাকি ম্যাচগুলোতে বড় ব্যবধানে হারে। একইসঙ্গে জয় থেকে বিরত থাকতে হবে পাকিস্তানের দল লাহোর কালান্দার্স ও ইংল্যান্ডের হ্যাম্পশায়ারকেও।

রোববার ভিক্টোরিয়ার হয়ে ওপেনার ব্লেইক ম্যাকডোনাল্ড ২৯ বলে ৪০, আরেক ওপেনার জো ক্লার্ক ৩১ বলে ৩২, সঞ্চয় কৃষ্ণামুরথি ২৪ বলে ৩১, স্কট এডওয়ার্ড অপরাজিত ১৭ বলে ৩০ রান করেন। এতে চ্যালেঞ্জিং পুঁজি পায় ভিক্টোরিয়া।

জবাবে রংপুরকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার সৌম্য সরকার ও স্টিভেন টেইলর। ৪.৪ ওভার ব্যাট করে উদ্বোধনী জুটিতে ৫১ রান তোলেন তারা। ১৪ বলে ২৬ রান করে টেইলর আউট হলেও সৌম্য হাঁকান ফিফটি। ৪২ বলে ৫১ রান করে ফেরেন বাঁহাতি টাইগার ব্যাটার।

মাঝের দিকে রান তোলার গতি কমার সঙ্গে উইকেটও হারাতে থাকে রংপুর। ১৫তম ওভারে সৌম্য আউট হলে থমকে যায় রংপুরের ইনিংস।

দায়িত্ব নিতে পারেননি অধিনায়ক সোহান। ১০ বলে মাত্র ৪ রান করে আউট হন তিনি। তার আগে ১৫ বলে ১০ রান করে সাজঘরে ফেরত আসেন আফিফ হোসেন। শেষ দিকে সম্ভাবনা থাকলেও রংপুরকে জেতাতে পারেননি পাকিস্তানের ব্যাটার খুশদিল শাহও। ১৪ বলে ১৫ রান করে ১৯তম ওভারে আউট হন তিনি।

রিশাদ হোসেন অপরাজিত থাকেন ১১ বলে ১১ রানে। দলের হার দেখা ছাড়া কিছুই করতে পারেননি তিনি।

বল হাতে রংপুরের হয়ে ২টি করে উইকেট শিকার করেন শেখ মেহেদী ও রিশাদ হোসেন। ভিক্টোরিয়ার হয়ে ৩ উইকেট নেন কালাম স্টো। ২ উইকেট পান ম্যাক্স বার্থিসেল।

 

গ্রা/কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত