সৌদি জোটের হামলায় ইয়েমেনে ১৬০ জন নিহত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ২০:৫১ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৭:০৪

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের একাধিক বিমান হামলায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির অন্তত ১৬০ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ১১টি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৬ অক্টোবর) সৌদি জোটের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইয়েমেনের মারিব প্রদেশের আবেদিয়া জেলায় এ বিমান হামলা চালানো হয়। গত ২৪ ঘণ্টায় সেখানে হুতিদের লক্ষ্য করে অন্তত ৩২টি অভিযান চালানো হয়।  

২৩ সেপ্টেম্বর থেকে আবেদিয়া অবরোধ করে রাখে হুতি বিদ্রোহীরা। সেখানে বেসামরিক লোকদের চলাচল এবং মানবিক সহায়তায় বাধা দেওয়া হচ্ছে।
 
জোট আরও জানায়, হুতিদের কবল থেকে সাধারণ নাগরিকদের রক্ষার প্রচেষ্ঠায় ইয়েমেনি সেনাবাহিনীকে সমর্থন অব্যাহত রেখেছে তারা।

এর আগে শুক্রবার জোটের পক্ষ থেকে জানানো হয়, আবেদিয়া জেলায় একই ধরনের অভিযানে অন্তত ১৮০ জন হুতি নিহত এবং ১০টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত