সৌদি আরবে বৃহস্পতিবার ঈদুল ফিতর
প্রকাশ: ১১ মে ২০২১, ২২:৩৬ | আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫
সৌদি আরবে ঈদ বৃহস্পতিবার পালন করা হবে। মঙ্গলবার উপসাগরীয় মুসলিম দেশগুলোর কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।
গালফ নিউজ, খালিজ টাইমসসহ মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি মঙ্গলবার দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখতে না পাওয়ার কথা জানিয়েছে।
সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির নাগরিক ও কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ অন্যান্য উপসাগরীয় মুসলিম দেশগুলোকে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার অনুরোধ করেছিল।
তবে উপসাগরীয় অঞ্চলের আকাশে কোথাও চাঁদ দেখা না যাওয়ায় বুধবারও রোজা থাকতে হবে। সে অনুযায়ী রোজা হবে ৩০টি। ফলে বৃহস্পতিবার মুসলিমদের পবিত্র উৎসব ঈদ-উল-ফিতর বৃহস্পতিবার পালন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত