সৌদি আরবে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন রোনালদো
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৬ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৫
সৌদি প্রো লিগে দারুণ খেলছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের কারিশমা দেখিয়ে যাচ্ছেন। শনিবার রাতে আল নাসরের হয়ে দ্বিতীয় হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা। তাতে আল নাসর ৩-০ গোলে দামাককে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে।
১৮ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল নাসর।
দামাকের বিপক্ষে শুরু থেকে আক্রমণে আল নাসর। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচ ঘড়ির ১৮ মিনিটে প্রথম গোল আসে।
পেনাল্টি থেকে এগিয়ে যায় আন নাসর। হ্যান্ডবল থেকে পেনাল্টি পেয়ে শট নিতে আসেন রোনালদো। গোলকিপারের বিপরীত দিক দিয়ে জোরালো শটে জাল কাঁপান ৩৮ বছর বয়সী তারকা।
৫ মিনিটের ব্যবধানে স্কোরলাইন দ্বিগুণ হয়। আবারও গোল পেলেন রোনালদো।২৩ মিনিটে সতীর্থের দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে পাওয়া পাসে রোনালদো বক্সের বাইরে থেকে বা পায়ের জোরালো শটে গোলকিপারকে পরাস্ত করে সমর্থকদের আবারও আনন্দে ভাসান।
বিরতির আগে তৃতীয় গোল করে পুরোপুরি চালকের আসনে আল নাসর এফসি।৪৪ মিনিটে তৃতীয় গোল আসে। সতীর্থের কাটব্যাক থেকে রোনালদো নিখুঁতভাবে প্লেসিং করে দেন।বিরতির পরও এই স্কোরলাইন ঠিক রেখে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে আল নাসর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত