সৌদি আরবে দুটি প্রীতি খেলতে যাচ্ছে মেসি ও রোনালদো
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৪ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:০০
সৌদি আরবে ক্রিস্তিয়ানো রোনালদোর ক্লাবের বিপক্ষে খেলার খবর নাকচ করেছিল মেসির ক্লাব ইন্টার মায়ামি। কিন্তু সোমবার মায়ামি নিশ্চিত করেছে, সৌদি আরবে দুটি প্রীতি খেলতে যাচ্ছে তারা।
মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামি সোমবার বলেছে, ২৯ জানুয়ারি সৌদি পাওয়ার হাউজ তথা নেইমারের আল হিলালের মুখোমুখি হবে তারা। ভেন্যু রিয়াদের কিংডম এরেনা। তার পর ১ ফেব্রুয়ারি একই ভেন্যুতে মেসিরা মুখোমুখি হবে আল নাসরের। এই ম্যাচেই মেসির সঙ্গে দেখা হবে রোনালদোর।
সৌদি আরবে খেলার পর মায়ামি চলে যাবে হংক। সেখানে চীনা অঞ্চলের প্রথম বিভাগ থেকে বানানো একটি দলের বিপক্ষে খেলবে তারা। ম্যাচটা হওয়ার কথা ৪ ফেব্রুয়ারি। তার পর তারা চলে যাবে যুক্তরাষ্ট্র। সেখানে ফেব্রুয়ারিতে শুরু হবে মেজর লিগ সকারের নতুন মৌসুম।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত