সৌদি আরবে এবার ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী
প্রকাশ: ১২ জুন ২০২৪, ১৮:১৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০০:৫৪
পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বার্ষিক হজ পালনে তারা পবিত্র নগরীতে জড়ো হয়েছেন।
সোমবার পর্যন্ত এই হজযাত্রীরা দেশটিতে পৌঁছেছেন বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট। সৌদি গ্যাজেট এ খবর জানিয়েছে।
জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে, চলতি হজ মৌসুমে সোমবার পর্যন্ত ১৫ লাখ ৪৭ হাজার ২৯৫ হজযাত্রী আগমন করেছেন। তারা আকাশ, স্থল ও সমুদ্র বন্দর দিয়ে এসেছেন। এর মধ্যে আকাশপথে এসেছেন ১৪ লাখ ৮৩ হাজার ৩১২ জন, স্থলপথে আগত হজযাত্রীর সংখ্যা ৫৯ হাজার ২৭৩ এবং সমুদ্র বন্দর হয়ে আসা হজযাত্রীর সংখ্যা ৪ হাজার ৭১০।
তারা আর জানায়, বিভিন্ন ভাষায় দক্ষ মানব ক্যাডারদের দ্বারা পরিচালিত সর্বাধুনিক প্রযুক্তিগত ডিভাইসগুলোর সাহায্যে আন্তর্জাতিক বিমান, স্থল এবং সমুদ্র বন্দরে হজযাত্রীদের আগমন সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৪ জুন) হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন। পরের দিন (১৬ জুন) হাজিরা পশু কোরবানি করবেন।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত