সৌদি আরবকে হারিয়ে পদক জিতলো রোমান সানারা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ১৫:১০ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২

তুরস্কের কোনিয়ায় ইসলামিক সলিডারিটি গেমসে পদক জিতেছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ ও মেয়েদের দলগত ইভেন্টে এসেছে ব্রোঞ্জ। বুধবার রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশ সৌদি আরবকে ৬-০ সেট পয়েন্টে হারিয়েছে। এই ইভেন্টে খেলেছেন রোমান সানা, সাগর ইসলাম ও হাকিম আহমেদ রুবেল।

রিকার্ভ মেয়েদের দলগত খেলায় বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তানকে। রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশের হয়ে খেলেছেন দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার। এর আগে রোমান সানা ও দিয়া সিদ্দিকী একক ইভেন্টের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত