সৌদির সঙ্গে দেড় হাজার কোটি ডলারের চুক্তি বাতিল করলো ভারত
প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৭:৪৬ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৪
ভারতের রিলায়েন্স গ্রুপ সৌদি আরবের আরামকো তেল কোম্পানির সঙ্গে দেড় হাজার কোটি ডলারের একটি চুক্তি বাতিল করেছে। এই চুক্তির আওতায় আরামকোর তেল শোধন উদর এবং কেমিক্যাল ইউনিটের শতকরা ২০ ভাগের মালিকানা পাওয়ার কথা ছিল রিলায়েন্স গ্রুপের।
রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি দুই বছর আগে এই চুক্তির কথা ঘোষণা করেছিলেন। কিন্তু রিলায়েন্স এবং ভারতের অন্য বড় বড় কোম্পানি শত শত কোটি ডলার গ্রিন পাওয়ার খাতে ঢেলেছে। দেশটির সরকার তেল আমদানির ওপর নির্ভরতা কমানোর জন্য এসব কোম্পানির ওপর চাপ সৃষ্টি করেছে। এ অবস্থায় আম্বানি চলতি বছরের জুন মাসে বলেছিলেন, আগামী তিন বছরে তিনি এক হাজার কোটি ডলার বিনিয়োগ করবেন। কিন্তু এখন সেই প্রতিশ্রুতি থেকেও সরে গেলেন।
সৌদি আরবের আরামকো হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী কোম্পানি যার সম্পদের পরিমাণ বিশ্বের যেকোন কোম্পানির চেয়ে বেশি বলে ধারণা করা হয়।
রিলায়েন্স সম্প্রতি ঘোষণা করেছে তারা গুজরাটের জামনগরে চারটি গিগা ফ্যাক্টরি প্রতিষ্ঠা করবে যাতে সোলার প্যানেল স্টোরেজ, ব্যাটারি এবং হাইড্রোজেন সংশ্লিষ্ট পণ্য উৎপাদন হবে। বলা হচ্ছে- সমন্বিত নবায়নযোগ্য জ্বালানি তৈরির ক্ষেত্রে এটি হবে বিশ্বের সবচেয়ে বড় স্থাপনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত