সোনাতলায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে উপজেলা চেয়ারম্যানসহ আহত ৫
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ১৮:৫৮ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৫, ০৭:৩২
বগুড়ার সোনাতলায় ক্ষমতাসীন আওয়ামীলীগে গৃহদাহ চরমে পৌঁচেছে। পৌরসভা নির্বাচন পরবর্তি সহিংসতায় পাঁচজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলা চত্বরের সোনালী ব্যাংক মোড় এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, সোনাতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনহাদুজ্জামান লিটন, নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু, উপজেলা মৎসজীবি লীগের যুগ্ম আহবায়ক মাহমুদুর রশীদ সোহেল, পৌর যুবলীগের আহবায়ক নাহিদ হাসান জিতু ও পৌর যুবলীগের যুগ্ম আহব্বায়ক উতফল কুমার। তাদের প্রথমে সোনাতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গতকাল মঙ্গলবার সোনাতলা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু (নারকেল গাছ) বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
প্রত্য¶দর্শীরা জানান, গতকাল ভোট কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থীর লোকজনের মধ্যে কথা কাটাকাটির জের ধরে বুধবার বেলা ১১ টার দিকে মেয়র গ্রুপের লোকজনের কথাকাটাকাটি হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেখানে উপস্থিতি ছিলেন। পরে দুই পক্ষের কথা কাটাকাটির বিষয়টি সহিংসতার রূপ নেয়। এতে লিটন, উৎপল, নাহিদ ও সোহেল আহত হন। এ সময় সংঘর্ষের ঘটনায় নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমও আহত হয়েছেন।
বগুড়া সোনাতলা থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত