সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে টিইউসির শোক প্রকাশ
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৫ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫
জাতীয় সংসদের মাননীয় উপনেতা, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি)।
এক বিবৃতিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সভাপতি সহিদুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, সৈয়দা সাজেদা চৌধুরী মহান মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দেশ একজন মেধাবী, দেশপ্রেমিক রাজনীতিবিদকে হারিয়েছে। অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন বর্ষীয়ান এই রাজনীতিবিদ আজীবন দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত