সেরা রাইডারদের পুরস্কার দিলো ফুডপ্যান্ডা
প্রকাশ: ২৫ জুন ২০২২, ১৯:৪৬ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩
[ঢাকা, ২৫ জুন, ২০২২] ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জোনে সবচেয়ে বেশি অর্ডার ডেলিভারি করেছে এমন ৯৬ জন রাইডারকে পুরস্কৃত করেছে অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। সম্প্রতি তাদের কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরস্কারগুলো দেয়া হয়। পুরস্কার হিসেবে ঢাকা ও চট্টগ্রামের প্রত্যেক জোনের প্রথম তিনজনকে একটি করে স্মার্টফোন এবং প্রত্যেক জোনের ০৯ জনকে স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক ও হেডফোন দেয়া হয়। দেশজুড়ে হাজারো রাইডারের আয়ের সুযোগ তৈরির পাশাপাশি তাদের সুস্থতা ও সুরক্ষার জন্য বিভিন্ন ধরণের কার্যক্রম চালু রয়েছে ফুডপ্যান্ডার। এছাড়া ভালো পারফর্ম করা রাইডারদের উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে থাকে। ঈদুল আজহাকে সামনে রেখে রাইডারদের জন্য এমন আরও নতুন উদ্যোগ নেয়ার পরিকল্পনা রয়েছে অনলাইন ডেলিভারি প্ল্যাটফর্মটির।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত