সেতুবন্ধন

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২২ জুন ২০২২, ১০:৩৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৩

শিপন হোসেন মানব 
-----------------------------

সেতুবন্ধন এপার ওপার 
মানব জাতির  অহংকার।
দূরের মানুষ আসলো কাছে 
দূর হল যে অন্ধকার।।

স্বাধীনতার শতবর্ষে 
হাজার বর্ষের অহংকার।
বিশ্ববাসি চেয়ে দেখো 
বাঙালির জয় জয়কার।।

অদম্য এক শক্তি নিয়ে 
পদ্মা সেতু গড়লেন।
যোগ্য নেতৃত্বের হাসিনা 
বাঙালির স্বপ্নপূরণ করলেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত