সেই ভারতকে উড়িয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৪ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬:১৩
টসের সময় অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব'১৯ দলের অধিনায়ক হিউ ওয়াইবগিন বলেন ‘বড়দের অনুকরণ করতে পারা দারুণ হবে।' পরে সেটিই করে দেখালো তার দল। ৩ মাস আগেই ভারতকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপের রেকর্ড ষষ্ঠ শিরোপা জেতে অস্ট্রেলিয়া জাতীয় দল। এবার তাদের অনুসরণ করে ভারতের অনূর্ধ্ব'১৯ দলকে হারিয়ে যুব বিশ্বকাপের শিরোপা জিতলো জুনিয়র অজিরা। অনূর্ধ্ব'১৯ বিশ্বকাপে এটা অস্ট্রেলিয়ার চতুর্থ শিরোপা।
আজ দক্ষিণ আফ্রিকার বেনোনিতে ভারতের বিপক্ষে ৭৯ রানে জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে আগে ব্যাটিং করে ২৫৩ রানের পুঁজি গড়ে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৫৫ রান করেন হারজাস সিং।
এরপর সেটা ডিফেন্ড করতে নেমে ভারতকে ১৭৪ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। বল হাতে স্রেফ ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন পেসার মাহলি বিয়ার্ডম্যান। অফ স্পিনার র্যাফ ম্যাকমিলানের প্রাপ্তিও তিনটি। ক্যালাম ভাইডলার নেন দুই উইকেট।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত