সেই নাঈমকে আর্জেন্টিনার জার্সি কিনে দিলেন সাকিব
প্রকাশ: ১৮ আগস্ট ২০২২, ১১:৩৫ | আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫
এশিয়া কাপের জন্য যখন প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল, তখন নাঈম শেখ নামে এক খুদে ক্রিকেটভক্ত আলোচনায়। মূলত সাকিব আল হাসানের পাড়ভক্ত সে।
ক্লাস ওয়ান পড়ুয়া এ শিশুটি সাকিবকে একনজর দেখতে দীর্ঘ প্রায় তিন মাস ধরে মিরপুর স্টেডিয়ামের গেটে এসে দাঁড়িয়ে থাকত।
বিশ্বসেরা অলরাউন্ডারের এতই ভক্ত নাঈম যে, নিজের নাম নিজেই পাল্টে রেখেছে ‘সাকিব আল হাসান’। বড় হয়ে সাকিবের মতোই অলরাউন্ডার হতে চায় সে।
সাকিবকে কাছে থেকে দেখা, কথা বলা এতদিন ধরে অধরাই ছিল নাঈমের। পরে গণমাধ্যমে তাকে নিয়ে রিপোর্ট হলে কপাল খুলে খুদে সাকিবের। নিজের আইডল-আইকনের সঙ্গে দেখা করার সুযোগ মেলে। শুধু দেখাই নয়; দামি দামি উপহারও পেয়েছে সাকিব থেকে।
নিজের খুদে ভক্তের আবদার পূরণ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। দেশের জার্সি, কেডস, ব্যাট ও বল উপহার দিলেন ভক্তকে।
এবার নাঈমকে আরেকটু বেশি খুশি করিয়ে দিলেন সাকিব। আর্জেন্টিনার জার্সি উপহার দিয়ে তাকে চমকে দেন। ক্রিকেটার সাকিবের মতো খুদে সাকিবেরও পছন্দের টিম আর্জেন্টিনা।
মঙ্গলবার এই ভক্তকে দেখে কাছে ডেকে নেন বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব। নাঈমের করা বলে আলতো ছোঁয়া লাগিয়ে ব্যাটিংও করেন সাকিব। এরপরই জানতে চান, কি লাগবে তোমার? খুদে ভক্ত অকপটেই বলে, আপনার কেডস ও জার্সি।
নাঈমের সেই আবদার পূরণ করেছেন সাকিব। বুধবার মিরপুরে অনুশীলন শেষে নাঈমকে ক্রীড়াসামগ্রীর দোকানে পাঠান সাকিব।
সেখানে গিয়ে নাঈম নিজেই একটি লাল ও একটি সাদা বল পছন্দ করে। এর পর তাকে সাকিবের ব্যাট স্পন্সর এসজির একটি ব্যাট দেওয়া হয়। এ ছাড়া তিনটি জার্সি, দুটি ট্রাউজার ও একজোড়া জুতা কিনে দেন সাকিব। তিনটি জার্সির মধ্যে একটি আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি বেছে নেন নাঈম। সাকিব আল হাসানের মতোই তারও পছন্দ লিওনেল মেসির আর্জেন্টিনা।
প্রিয় তারকা সাকিবের কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত নাঈম। সব উপহার নিয়ে স্টেডিয়ামে আসে শিশুটি। তার বক্তব্য— সাকিব ভাইয়ের দেওয়া ব্যাট-বল দিয়ে ক্রিকেটার হব একদিন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত