সুপার টুয়েলভে বাংলাদেশের সঙ্গীদের দেখেনিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২১, ০৯:০৫ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১

আগামী ২৩ অক্টোবর আরব আমিরাতের তিনটি ভেন্যুতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ। বৃহস্পতিবার প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপের ম্যাচ শেষ হয়েছে। এই গ্রুপ থেকে স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভ খেলবে। আর বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়ে খেলার সুযোগ পেয়েছে।

শুক্রবার ‘এ’ গ্রুপের দুটি ম্যাচের পর দুটি দল ‘আসল’ বিশ্বকাপের টিকিট কাটবে। ‘এ’ গ্রুপ থেকে দুই ম্যাচ জিতেই গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে শ্রীলঙ্কা। তবে রানার্সআপ দলটির জন্য কালকের দিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হচ্ছে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল সুপার টুয়েলভ যাবে গ্রুপ-১-এতে। এছাড়া ‘বি’ গ্রুপের রানার্সআপ দলও সুযোগ পাবে এই গ্রুপেই।

বাংলাদেশ দল ‘বি’ গ্রুপের রার্নাসআপ হওয়াতে সুপার টুয়েলভে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড এবং প্রথম পর্বের ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়নকে। ‘এ’ গ্রুপের সম্ভাব্য চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

শুক্রবারের ম্যাচের পর চূড়ান্ত সূচি জানা যাবে। তবে যেই যেই আসুক, ২৪ অক্টোবর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শারজাতে মাঠে নামবে। সেখানে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’ চ্যাম্পিয়ন। 

এরপর ২৭ অক্টোবর আবুধাবিতে বাংলাদেশের প্রতিপক্ষ ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ২৯ অক্টোবর শারজাতে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজে। ২ নভেম্বর আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একদিন বিরতি দিয়ে ৪ নভেম্বর বাংলাদেশের শেষ ম্যাচ দুবাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রতিটি ম্যাচ বাংলাদেশ সময় বিকাল ৪টায়।

এছাড়া ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়া স্কটল্যান্ড সুপার টুয়েলভে পাবে গ্রুপ-১-এতে থাকা ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে। এছাড়া গ্রুপ ‘এ’ রানার্সআপ দলও সুযোগ পাবে এখানে।

সুপার টুয়েলভে বাংলাদেশ ম্যাচের সূচি-

২৪ অক্টোবর: বাংলাদেশ ও এ-১, ভেন্যু-শারজা

২৭ অক্টোবর: বাংলাদেশ ও ইংল্যান্ড, ভেন্যু-আবুধাবি

২৯ অক্টোবর: বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ, ভেন্যু- শারজা

২ নভেম্বর: বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা, ভেন্যু-আবুধাবি

৪ নভেম্বর: বাংলাদেশ ও অস্ট্রেলিয়া, ভেন্যু-দুবাই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত