সুনীল শর্মাচার্য এর ছড়া

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ১৫:১৮ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০০:৪৬

সুনীল শর্মাচার্য

__________________

 

পাঁচালি

_____

থোড় বড়ি খাড়া

দেশে পড়ে সাড়া

 

ওঠ,উঠে দাঁড়া

জাগে ঘর-পাড়া

 

সবে ধরে ধামা

সেজে আছে মামা...

 

তবু যাই ডেকে

কথা বলি হেঁকে:

 

জাগ,জাগ ওরে

রাত যায় ভোরে...

 

খাড়া বড়ি থোড়

কী যে মজা তোর

 

সব দলে থাক

মুখে রঙ মাখ!

 

অনাথ

____

 

গায়ে

জামা নেই

মামা

দাদা নেই

পথে পথে ঘুরে মরে;

 

মন

ভালো নেই

পেটে

ভাত নেই

ভিখ্ মাঙে দোরে দোরে।

 

বাড়ি

ঘর নেই

ভাই

বোন নেই

মা-ও মরে গেছে কবে;

 

বাবা

কাকা নেই

দাদু

দিদা নেই

কষ্ট কঠিন হবে!

 

রাত

দিন নেই

চোখে

ঘুম নেই

পথ আজ তার বাড়ি;

 

জাত

দেশ নেই

পরি-

চয় নেই

ভরে দুঃখের হাঁড়ি!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত