সুনীল শর্মাচার্য এর ছড়া
প্রকাশ: ২৭ মে ২০২১, ১৫:৫১ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৮
১.
প্ররোচনা, প্ররোচনা
চারদিকে বাদ্যি বাজা,
ঘরে ঘরে ভাঙাগড়া
কখনো ফানুস সাজা!
২.
যতদিন থাকবে
বাংলা, বাঙালি
বর্ণপরিচয়;
তোমার কথা
থাকবে মনে
জাতি,পরিচয়!
৩.
আগুন নিয়ে দেখছি খেলা
হাজার রকম কিরে,
আয়ু আমার পদ্ম-পাতায়
টলমলে এক হীরে!
৪.
ছায়া দেখি ছায়ার ভেতর
বাড়ছে ধীরে ধীরে,
আলো ছায়ার চলছে খেলা
সারা জীবন ঘিরে!
৫.
পথেঘাটে মরছে মানুষ
কখনো ঘরের কোণে,
কেউ-বা তখন ঘরে বসে
লাভের সংখ্যা গোনে!
দুনিয়ায় কেমন যে খেল্
অবাক খুড়োর কল,
রাত্রিদিন চলছে সবার
বাঁচার নানান ছল!
৬.
মনের কথা
বলতে গেলে
চাঁদবদনী
সই,
ঘোমটা দিয়ে
খ্যামটা নাচে
ওড়ায় শুধু
খই!
৭.
বৃষ্টি পড়ে টাপুর টুপুর
শব্দ শুনে নীরব দুপুর
কান্নামাখা বাজায় নূপুর
ক্ষত ঢেকে চাপুর চুপুর
বৃষ্টি পড়ে ঝুপুর ঝুপুর
দেশ জুড়ে করুণ দুপুর
ঘরে ঘরে বিপদ পুকুর
মৃত্যু পড়ে টাপুর টুপুর!
৮.
চিনে জন্ম এই করোনায়
বিশ্ব দীনহীন,
অগাধ জলে চটক মারে
আত্মভোলা মীন!
বিষ ছড়ালো সারা দেশেই
বাঁচার আশা ক্ষীণ,
সভ্যতা আজ মর মর যে
নিরো বাজায় বীণ!
মানুষ যদি না থাকে ভাই
কীসের অহঙ্কার?
বিত্ত বলো,আর শক্তি বলো
সব হবে ছারখার!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত