সুনীল শর্মাচার্য এর ছড়া
প্রকাশ: ২৪ মে ২০২১, ১০:৫৬ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:৩১
১.
সুখপাখিটা ধরতে গিয়ে
মনটা হলো বিল,
ভুবন জোড়া ব্যথার জামা
সবার ঘরে খিল!
কতকিছু হাতের মুঠোয়
হাতটা তবু ফাঁকা,
চলতে ফিরতে দেখছি তো
পথঘাট কি বাঁকা!
কতকিছু পেয়েও আবার
হারিয়ে ফেলি শেষে,
সময় বুঝে হয় না চলা
ঘুরি নিরুদ্দেশে!
২.
ঘরের দুয়ার বন্ধ হলে
মন-দুয়ার খোলো,
দূরত্ব থাক, হৃদয় মাঝে
প্রীতির পাল তোলো!
ঝড়-বাদলে আঁধার কালো
কেমন ঝলোমলো,
বন্ধ দুয়ার,মুক্ত বাতাস
চোখটা ছলোছলো!
নীতির কথা অনেক হলো
সবার কথা বলো,
নিজের কথা এবার থাক
আলোর দিকে চলো!
৩.
ঘরবন্দী,জানালা দিয়েই
আকাশ দেখতে পাই,
বাইরে চুপ ঝা-ঝা দুপুর
নিজের খবর নাই!
দিগন্তে পাখি উড়ছে দেখি
মন করে হায় হায়!
জানালা খুলে আয়না দেখি
আকাশ জুড়ে তাই!
ঝরনা-নদী শব্দে উচ্ছল
দূর উপবন দূরে,
ভাবতে গিয়ে কল্পনা হই
উদাস বাঁশির সুরে!
মন-পাখিটি যে তড়পায়
দূর দেশে যেতে চায়,
তার কথা তো আমার কথা
বুকের ভেতর চাই!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত