সুনীল শর্মাচার্য এর ছড়া

  সুনীল শর্মাচার্য

প্রকাশ: ১৯ মে ২০২১, ০৯:৪৪ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০২

১.

এক পক্ষ,দুই পক্ষ
তুমি বাপু কোন্ পক্ষ?

বুঝি বুঝি সব বুঝি
পথে পথে কাকে খুঁজি!

কর্ম ধর্ম,বড় ধর্ম
ভেদাভেদে কি কর্ম?

যুগে যুগে কি গর্ব?
খুন করে এ-মর্ম!

এক পক্ষ,দুই পক্ষ
ঘোরে পক্ষ,ঘোরে অক্ষ!

বোঝো বোঝো সব বোঝো
কাকে ধরে কাকে খোঁজো!

২.

সবদিন যায় না সমান
বিপদ-আপদ আসে,
অন্ধকার কাটলে তবেই
আলোয় আকাশ হাসে।

এ পৃথিবীর সবকিছু যে
নিয়ম মেনেই চলে,
অনিয়মে চললে যে কেউ
পড়বে অগাধ জলে।

জোয়ার-ভাটা যেমন আছে
তেমন ভাঙা গড়া,
জন্ম-মৃত্যু নিয়েই জীবন
চলছে বিরাট ধরা!

চারপাশে হাজার মানুষ
তবুও মানুষ একা,
অন্ধকারে সব একাকার
নিজের সঙ্গেই দেখা!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত