সুনীল শর্মাচার্য এর ছড়া
প্রকাশ: ১৭ মে ২০২১, ১০:০০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২১:৪২
১.
হরেদরে বেশ আছি
টেনেটুনে বেঁচে আছি,
ছন্নছাড়া বিধি বাম---
তাড়াচ্ছি মশা মাছি!
২.
আকাশকুসুম ভাবছি:
ভাত নেইকো ঘরে,
অন্ধকারে ছুঁড়ছি ঢিল
শত্রু কি আর মরে!
৩.
মানুষ মানুষ ভজে
রাম যীশু আল্লা,
কার দলে কত লোক
কার ভারী পাল্লা?
শোষণের ক্ষমতায়
ঘুরে ওঠে কাল্লা,
সভ্যতা সচল রাখে
চাষি-মাঝিমাল্লা!
৪.
কে ভদ্র,আর কে অভদ্র
চিনতে তো না পারি,
দিনে দিনে এই ভদ্রতা
মুখোশে ঝকমারি!
হিপোক্রেট, হিপোক্রেট
হয়ে যাচ্ছি আমি,
নিজের সঙ্গে করে যাচ্ছি
নিজেই ভণ্ডামি!
৫.
অঙ্গে বঙ্গে চলছে নাটক
দিনে রাতে শুনি,
খাল কেটেছি,কুমির এলো
তার খেসারত গুনি!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত