সুনীল শর্মাচার্যের দু'টি কবিতা

  সুনীল শর্মাচার্য

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:২৪ |  আপডেট  : ১৪ ডিসেম্বর ২০২৪, ০১:২১


আমরা সব


আমরা সব সূর্যের কাছে নত
তার আলোতে রয়েছে ঋণ কত
তবুও স্বভাব তাকে ভুলে থাকি
গাছপালা ফুল নদীর ছবি আঁকি

সময় বিন্দু কোটিতে ভাগ করি
ভাবনা জুড়ে অলীক চিন্তা ধরি

আমরা সব সূর্যের কাছে নত
চাঁদের আলোয় স্বপ্ন গড়ি যত
বিপদ এলে মাথার চুল ছিঁড়ি
সুখের টানে সাধের ঘরে ফিরি

বাঁচার নেশায় কত কিছু করি
দিনে রাতে যখন তখন লড়ি

আমরা সব সূর্যের কাছে নত
জীবন নিয়ে ভাবনা শত শত
মরণ বাঁচান হাজার ভোজবাজি
কয়েকটা ক্ষণ বাঁশির মতো বাজি

রূপের নেশা ভোগের নেশা কতো
হাওয়ায় উড়ি খড়কুটোয় যত


কালের চাকা


কালের চাকা ঘুরছে ধীরে
বদলে যাচ্ছে হাওয়া,
আগুন তাপে গরম বাড়ে
বিপদ করে ধাওয়া!

গাছগাছালি নিকেশ করে
দালান কোঠা ওঠে,
পুকুর খাদ জঙ্গল শেষ
মঙ্গলে খই ফোটে!

আকাশ জুড়ে বিষের ধোঁয়া
কোথায় রঙিন দিন?
ঝড়-বাদলে তুফান ওঠে
মানুষ ভোলে জিন!

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত