সুখ

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২২, ১২:৪৫ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৫

এম হাবীবুল্লাহ
-----------------
 

সুখের পিছে ছুটছি মিছে
ভাবছি না সুখ আসবে কীসে
কান্না করি রোজ
ভারী হয়ে দুখের বোঝা
হতে দেয় না আমায় সোজা
পাই না সুখের খোঁজ।

সুখ তো থাকে মনের মাঝে
আসে যে সুখ ভালো কাজে
কাজেতে ঠন ঠন
মরীচিকার পেছন ছুটে
আসলে কি সুখটা জুটে
ভেবে দেখ না মন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত