সুইজারল্যান্ড থেকে আরও ৫০ হাজার টন গম কিনবে সরকার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৩৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৯

চলতি অর্থবছরে সুইজারল্যান্ড থেকে আরও ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ১৭১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (২৭ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, বৈঠকের নির্ধারিত প্রস্তাবের বাইরে খাদ্য মন্ত্রণালয় থেকে ৫০ হাজার টন গম আমদানির একটি প্রস্তাব দেওয়া হয়। উপদেষ্টা পরিষদ কমিটি প্রস্তাবটি আলোচনা করে অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের মেসার্সে অ্যাগ্রোক্রপ ইন্টান্যাশনাল থেকে ১৭১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা দিয়ে ৫০ হাজার টন গম কেনা হবে। প্রতি টন গমের মূল্য ধরা হয়েছে ২৮৬.০৮ মার্কিন ডলার।

এর আগে ১৩ নভেম্বর অনুষ্ঠিত সরকরি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সুইজারল্যান্ড ভিত্তিক মেসার্স অ্যাস্টন অ্যাগ্রো-ইন্ডাস্ট্রিয়াল এসএ থেকে ৫০ হাজার টন গম কেনার অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১৭৫ কোটি ২৮ লাখ ৪০ হাজার টাকা। প্রতি টন গমের দাম ধরা হয় ২৯২.১৪ মার্কিন ডলার।

তার আগে গত ৬ নভেম্বর চলতি ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের কাছ থেকে প্যাকেজ-১ এর আওতায় ৫০ হাজার টন গম ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় ধরা হয় ১৮০ কোটি ৮২ লাখ ৮০ হাজার টাকা। প্রতি টন গমের দাম ধরা হয় ৩০১.৩৮ মার্কিন ডলার।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত