সীমান্ত এলাকায় বিজিবি-নৌপুলিশ বাড়ানোর বিষয়ে আলোচনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:২৪ |  আপডেট  : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৮

দেশের বিভিন্ন জেলা থেকে আসা ডিসিদের (জেলা প্রশাসক) সঙ্গে সীমান্ত এলাকাগুলোতে বিজিবি এবং নৌপুলিশ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনের প্রথম কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও ডিসিদের সঙ্গে আলোচনা হয়েছে। কীভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা যায়, এ বিষয়ে আমরা পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছি। এখন যে অবস্থায় আছে, অবশ্যই এর থেকে উন্নতি ঘটাতে হবে।

তিনি বলেন, জেলা প্রশাসকরা আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে বিজিবি বৃদ্ধির কথা বলেছেন। নৌপুলিশ বৃদ্ধির বিষয়ে কথা বলেছেন। তারা ইন্ডাস্ট্রিয়াল পুলিশের জনবল বৃদ্ধির কথা বলেছেন। গাজীপুরের ডিসির পক্ষ থেকে জিএমপিতে জনবল বাড়ানোর দাবি জানানো হয়েছে। এ ধরনের বিষয়গুলো নিয়ে আজকের ডিসি সম্মেলনে আলোচনা হয়েছে।

আইন-শৃঙ্খলার উন্নতির জন্য ডিসিদের স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়েছে কি না, এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্যই আমরা সারাদেশে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে যাচ্ছি। যতদিন ডেভিলের অস্তিত্ব থাকবে, ততদিনই এই অপারেশন চলবে। এক্ষেত্রে আপনারা সহযোগিতা করছেন এবং আগামীতেও করবেন বলে প্রত্যাশা রাখছি।

বাংলাদেশ থেকে দুর্নীতি সমূলে বিনষ্ট করতে না পারলে কোনোভাবেই অগ্রগতি সম্ভব নয় উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, আমাদের সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল দেশ থেকে দুর্নীতি কমানো। দুর্নীতি সমূলে বিনষ্ট করতে না পারলে দেশের অগ্রগতি সম্ভব নয়। এ মুহূর্তে এটি আমাদের জন্য সবচেয়ে বড় সমস্যা। এক্ষেত্রে আমরা ডিসিদের সহযোগিতা চেয়েছি, এমনকি আপনাদেরও (গণমাধ্যমকর্মী) বড় সহযোগিতা লাগবে।

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত