সীমান্তে বাংলাদেশী নাগরকিকে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

প্রকাশ: ৯ মার্চ ২০২৫, ১৬:৩৪ | আপডেট : ৯ মার্চ ২০২৫, ২৩:৩৬

সীমান্তে বাংলাদেশী নাগরকিক হত্যা ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জাতীয় গনতান্ত্রিক পাটির্র [জাগপা) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার [৯ মার্চ) দুপুরে সদর উপজেলা জাগপা আয়োজিত পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে এ সময় বক্তারা বলেন, ভারত সব সময় বাংলাদেশের উপড় আগ্রাসী ভূমিকা করে চলেছে। তাদের এমন আচরণ কোনভাবেই মেনে নেওয়া যায়না। বিএসএফ সীমান্তে সরাসরি গুলি করে মানুষ বাংলাদেশী নাগরিককে হত্যা করছে। তারা আরো বলেন, পঞ্চগড়ের ভিতরগড় সুইডাঙ্গা সীমান্তে বিএসএফ বাংলাদেমী নাগরিক আল আমিনকে গুলি করে হত্যা করেছে। এখনো তার লাশ ফেরতও দেয়নি। ভারত যদি এ ধরনের ঘটনা বন্ধ না করে তবে জাগপা লংমার্চে যাবে।
এ সময় বক্তব্য রাখেন জেলা জাগপার সাধারন সম্পাদক শাহরিয়ার রহমান বিপ্লব, জেলা জাগপার সহসভাপতি সামসুজ্জামান নয়ন, সদর উপজেলা জাগপার সাধারন সম্পাদক আনোয়ার হোসেন প্রমূখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত