সিসিইউতে রওশন এরশাদ, দেশবাসীর দোয়া চেয়েছেন ছেলে

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ১৬:২৫ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৫০

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান। তিনি বলেন, বিরোধীদলীয় নেতার করোনাজনিত সমস্যা না থাকলেও ফুসফুসে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ায় শনিবার (১৪ আগস্ট) তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এরপর সোমবার তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।
এদিকে, রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে সংসদ সদস্য রাহগীর আল মাহি সাদ এরশাদ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত