সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেনের ইন্তেকাল
প্রকাশ: ৬ মে ২০২১, ০৯:১৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত পৌনে ১০টার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন দিলদারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দিলদার বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছিলেন তিনি। গত মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত