সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত দুই সাংবাদিক এখনও চিকিৎসা নিচ্ছেন

  সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৪, ১৮:৩৩ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৯:০০

সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত আরও দুই সাংবাদিক খবর পাওয়া গেছে। এর মধ্যে গুরুত্বর আহত হন সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি মে. নজরুল ইসলাম সিপার। তিনি দীর্ঘ দিন ধরে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন ইউএনএসএসসির ফোর এওয়ার্ডপ্রাপ্ত স্টাফ, এবং আ্যমনেস্টি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মেম্বার আই.ডি-নং-১৩৪৯৫১৭৩৩,হিউম্যান রাইটস ওয়াচ নিউইয়র্ক আমেরিকা মেম্বারশিপ নাম্বার (১২৪৫) নিয়ে সুনামের সাথে কাজ করছেন।

সাংবাদিক মো. নজরুল ইসলাম সিপার সিলেট জার্নালিস্ট ইউনিয়ন গভ: রেজী: নং-২৭২৮ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তালাশ.টিভির সম্পাদক। তার সাথে ওই দিন আহত হন তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ ই আগষ্ট দুপুর ২ঘটিকায় তথ্য ও সংবাদ  সংগ্রহের জন্য করিম উল্লা মার্কেটের সামনে তালাশ.টিভির  সম্পাদক নুজরুল ইসলাম শিপার ও  তালাশ টিভির স্টাফ রিপোর্টার  লিমন আহমদসহ অবস্থান করা অবস্থায় হঠাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।

এ সময় সিলেট সাংবাদিক ইউনিয়নের  সভাপতির বাম পায়ের নলাতে এবং ডান পায়ের হাটুতে রাবার বুলেটের ছোড়া গুলি লাগে। সাথে থাকা তালাশ টিভির স্টাফ রিপোর্টার লিমনের মাতায় ও রাবার বুলেটের ছোড়া গুলি লাগে এ সময়  লিমন গুরুত্বর আহত হন, তৎক্ষণিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা দুজনকে আহত অবস্থায় চিকিৎসার জন্য প্রাইভেট একটি ডিসপ্রেনসারিতে  নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত  ফার্মাসিস্ট  তাদের দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাবার বুলেটের  ছোড়া গুলি বের করে।

পরবর্তীতে প্রাইভেট চিকিৎসকগণের পরামর্শে তাদের দু’জনকে গুরুতর অবস্থায় সিলেট এম,এজি উসমানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়, সাংবাদিক নজরুল ইসলাম সিপার এখনও আহত অবস্থায় বাসায় চিকিৎসা নিচ্ছেন ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত