সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:২৯ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৫, ০৪:১০

সিলেটে পরিবহন শ্রমিকদের ডাকা ধর্মঘট স্থগিত করা হয়েছে। পাঁচ দফা দাবিতে বুধবার (২৮ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছিল সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার বিকাল পৌনে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠক শেষে ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

এর আগে বেলা আড়াইটার দিকে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সঙ্গে বৈঠক শুরু করেন তারা। পরে বৈঠকে অংশ নেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

এসব তথ্য নিশ্চিত করেন সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের দাবিগুলো ক্রমান্বয়ে সমাধানের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। সার্বিক বিষয় বিবেচনা করে অবরোধ স্থগিত করা হয়েছে।’

এদিকে, হঠাৎ ডাকা পরিবহন ধর্মঘটে ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীসাধারণ। সমস্যায় পড়ে এসএসসি ও সমমান পরীক্ষার্থীরা।

পরিবহন শ্রমিকদের দাবিগুলোর মধ্যে ছিল সিলেটের সিএনজি রিফুয়েলিং স্টেশনগুলোতে গ্যাসের সংকট দূর করা, রাজনৈতিক বিভিন্ন মামলায় আটক শ্রমিকদের মুক্তি এবং ২০২১ সালের চৌহাট্টায় শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের করা মামলা প্রত্যাহার করা।

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত