সিলেটে এ বছর কুরবানী পশু প্রস্তুত ৪ লাখ ৩০৩৯৭
প্রকাশ: ২৩ মে ২০২৪, ১৬:২৫ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৪
সিলেটে গত বছরের তোলনায় এ বছর কুরবানী পশু প্রস্তুত ৪ লাখ ৩০৩৯৭ বেড়েছে। গোঠা সিলেট জুড়ে বেড়েছে খামারীও। আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে সিলেট বিভাগের খামার গুলোতে চলছে কুরবানীর পশু হৃষ্টপুষ্ট করণের প্রক্রিয়া। অথচ গত বছর ঈদুল আযহায় সিলেট বিভাগে কুরবানীযোগ্য পশুর সংখ্যা ছিল ২ লাখ ৩৪ হাজার ৮১৯ টি। আর চাহিদা ছিল ৩ লাখ ৯৩ হাজার ২৯৩টি। গত বছর যেখানে বিভাগে ১ লাখ ৫৮ হাজার ৪৭৪টি পশুর ঘাটতি ছিল, সেখানে এবছর বিভাগে কুরবানীর পশু ১ লাখ ৯৫ হাজার ৬৭৪টি বেড়ে উদ্বৃত্ত থাকছে ৩৬ হাজারের বেশী।
প্রাণি সম্পদ ও খামারি সূত্রে জানা গেছে, ২০২২ সালের সময়ের ভয়াবহ বন্যা, নিত্যপণ্য ও পশুখাদ্যের দাম বেড়ে যাওয়ায় গেল বছর খামারিদের সংখ্যা হ্রাস পাওয়ায় কমেছিল পশুর উৎপাদন। প্রাণিসম্পদের নানা উদ্যোগ, প্রণোদনা ও স্বাবলম্বিকরণ প্রজেক্টের কারণে এবার বিভাগে খামারিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে বেড়েছে উৎপাদিত পশুর সংখ্যা। ১ বছরে বিভাগে ষাড়-বলদ-গাভী ও মহিষের সংখ্যা বেড়েছে ১ লাখ ৬ হাজার ১৬০টি এবং ছাগল ভেড়ার সংখ্যা বেড়েছে ১ লাখ ৫৮ হাজার ৩৩৫টি।
খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ঈদুল আযহায় সিলেট বিভাগে কুরবানী যোগ্য পশুর চাহিদা ৩ লাখ ৯৪ হাজার ২৫১ টি। এরমধ্যে সিলেট বিভাগে স্থানীয় ভাবে প্রস্তুত আছে ৪ লাখ ৩০ হাজার ৩৯৭টি। উদ্বৃত থাকা ৩৬ হাজার ১৪৬ পশু দেশের অন্যান্য জেলায় রপ্তানী করা যাবে।
বিভাগের ৪ জেলার বিভিন্ন খামারে কুরবানীর জন্য প্রস্তুত প্রায় সাড়ে ৪ লাখ গবাদি পশু। গত কয়েক বছরের মধ্য এবার স্থানীয় ভাবে উৎপাদিত পশু দিয়ে চাহিদা মিটানো সম্ভব। বিভাগে ছোট-বড় মিলিয়ে প্রায় ২২ হাজার ৫৭৬ টি খামারে দিন রাত প্রাকৃতিক উপায়ে চলছে পশু হৃষ্টপুষ্ট করণ কাজ চলছে। প্রতিটি খামারে ছোট,মাঝারি ও বড় সবধরণের কুরবানির পশু রয়েছে। এর মধ্যে সিলেট জেলার ৬ হাজার ৮৫৮ টি, সুনামগঞ্জ জেলায় ৩ হাজার ৪৫৮ টি, মৌলভীবাজার জেলায় ৫ হাজার ৩৬৯টি ও হবিগঞ্জ জেলায় ৬ হাজার ৫১৯ টি খামার রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ বছরের ব্যবধানে সিলেট বিভাগে খামারি বেড়েছে ১০ হাজারের বেশী। গত বছর বিভাগে ১২ হাজার ২১১ জন খামারি থাকলেও এবার তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৫৭৬ জনে। এবছর বিভাগে খামারি বেড়েছে ১০ হাজার ২৬৫ জন। ফলে এবার বেড়েছে পশুর সংখ্যা। সকল খামারে চলছে কুরবানীর পশু হৃষ্টপুষ্ট করণ কাজ। প্রতিটি খামারে ছোট, মাঝারি ও বড় সবধরণের কোরবানির পশু রয়েছে।
সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবছর সিলেট বিভাগে কুরবানী হবে প্রায় ৩ লাখ ৯৪ হাজার ২৫১টি পশু। অথচ প্রস্তুত আছে ৪ লাখ ৩০ হাজার ৩৯৭ টি পশু। এর মধ্যে ১ লাখ ৩৮ হাজার ১৮০ টি ষাড়, ৪৯ হাজার ১০৩ টি বলদ, ৩৩ হাজার ৩৭৫টি গাভী, ৪ হাজার ৫৩৩টি মহিষ, ১ লাখ ৩৪ হাজার ১৪৩টি ছাগল, ৭০ হাজার ৯৫৩টি ভেড়া ও ১১০ টি অন্যান্য পশু রয়েছে।
এবছর সিলেট জেলায় কুরবানীর চাহিদা আছে ১ লাখ ৫০ হাজার ৭০৯টি পশুর। এর মধ্যে জেলায় প্রস্তুত আছে ১ লাখ ৮০ হাজার ৯২১টি পশু। তন্মধ্যে ৬১ হাজার ৫৪০ টি ষাড়, ৩২ হাজার ৪ টি বলদ, ৬ হাজার ১৫১টি গাভী, ২ হাজার ৩৯২ টি মহিষ, ৫৬ হাজার ৯২ টি ছাগল, ২২ হাজার ৭৩৭ টি ভেড়া ও অন্যান্য ৫টি পশু রয়েছে। এবার কুরবানীর চাহিদা পূরণ করে জেলায় ৩০ হাজার ২১২টি পশু উদ্বৃত্ত থাকবে।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত