সিরিজে সমতা ফেরাল ভারত
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১৪:৪৩ | আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩২
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারতীয় দল।
রোববার লখনউয়ে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৯৯ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে ১৯.৫ ওভারে ভারত তুলে ফেলে ১০১ রান। তবে স্পিন সহায়ক উইকেটে ব্যাট করতে সমস্যায় পড়েন দু’দলের ব্যাটাররাই।
শুরুতেই দারুণ বোলিং করেছেন ভারতীয়রা। এ ম্যাচে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন যুজবেন্দ্র চাহাল। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান তুলেছেন অধিনায়ক স্যান্টনার। ২৩ বলে ১৯ রান করেছেন তিনি।
জবাবে সূর্যকুমার যাদব এবং অধিনায়ক হার্দিকের দায়িত্বশীল ইনিংস ভারতকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। সূর্য একটি চারের সাহায্যে ৩১ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক হার্দিকের ব্যাট থেকে আসে অপরাজিত ১৫ রানের ইনিংস।
এছাড়া শুভমন গিল করেছেন ৯ বলে ১১ রান। আরেক ওপেনার ঈশান কিশানের ব্যাট থেকে এসেছে ৩২ বলে ১৯ রানের ইনিংস।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত