সিরাজদিঘানে মুন্সীগঞ্জ জেলা ঐক্য পরিষদের বর্ধিত সভা

  স্টাফ রির্পোটার

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ২১:১৮ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৫, ১৩:৫৩

আজ (শনিবার) সিরাজদিঘান উপজেলার নিমতলিতে মুন্সীগঞ্জ  জেলা ঐক্য পরিষদের বর্ধিত সভা জেলা সভাপতি অ্যাডভোকেট অজয় চক্রবর্তির সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা সুবীর চক্রবর্তির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ‌্যাড. তাপস কুমার পাল।

বি‌শেষ অ‌তি‌থি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু, সহ সাংগঠনিক সম্পাদক বাপ্পা‌দিত‌্য বসু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তি‌যোদ্ধা সমর ঘোষ, কেন্দ্রীয় সহ যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর ও অতীশ দীপঙ্কর বৌদ্ধ বিহার ব্রজযোগিনীর ভদন্ত করুণানন্দ থের।

বক্তব‌্য রা‌খেন মুন্সীগঞ্জ সদর, লৌহজং, সিরাজদীখান, শ্রীনগর, গজা‌রিয়া ও ট‌ঙ্গিবা‌ড়ি উপ‌জেলা, মুন্সীগঞ্জ ও মীরকা‌দিম পৌর ক‌মি‌টি‌র নেতৃবৃন্দসহ ছাত্র ঐক‌্য প‌রিষদ ও যুব ঐক‌্য প‌রিষদের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত