সিরাজদিখান রাম কৃষ্ণদীতে অষ্টকালীন লীলা কীর্তন
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৩, ১৭:০০ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:০২
সিরাজদিখান লতব্দী রামকৃষ্ণদী শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তনসহ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রামকৃষ্ণদী হিন্দু কল্যান সমিতির উদ্যোগে ও রামকৃষ্ণদী মন্দির কমিটি এর আয়োজন করে। আজ রবিবার কুঞ্জভঙ্গ, নগর কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপন হয়। এর আগে ২০ জানুয়ারি সন্ধ্যায় ধর্মীয় আলোচনা প্রধান আলোচক ছিলেন মন্দির কমিটির সভাপতি গয়েশ্বর মল্লিক। রাতে শ্রীমদ্ভাগবত পাঠ করেন নিখিল মন্ডল। শনিবার সূর্যোদয় থেকে রবিবার সূর্যোদয়ের আগ পর্যন্ত অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন বগুরার শ্রীমতি যশোদা রানী,নওগার শ্রী সুবোধ রায়,বগুরার শ্রীমতি সুন্দরী রায় সান্তনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির কমিটির উদেস্টা সাবেক শিক্ষক কৃষ্ণপদ মন্ডল, বাংলাদেশ হিন্দু মহাজোটের জয়দেব সরকার,মধাব কর্মকার, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক, ডাঃ রনবীর ঘোষ, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ ফজলুল হক প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত