সিরাজদিখান রাজদিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২১, ১৬:১৩ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৮:২০
সিরাজদিখান উপজেলার ঐতিহ্যবাহী রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন হয়েছে। গত রবিবার রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয়ের ভবনে সকাল ০৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিদ্যালয় ভবনে বিরতিহীন ভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দ্বায়ীত্ব পালন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলায়েত হোসেন।
বিদ্যালয়ে মোট ১৩৭৯ জন ভোটার মধ্যে ৯১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট বাতিল হয়েছে সাধারন সদস্য ২২ টি, সংরক্ষিত ৮৯ টি। অভিভাবক সদস্য পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচিত হন ৪ জন। ৪৭১ ভোট পেয়ে প্রথম হন শাহদাৎ শিকদার, ৪৩৯ ভোট পেয়ে ভাবে দ্বিতীয় হন উপজেলা তাতীলীগ সভাপতি মোঃ রাসেল শেখ। ৩৪০ ভোট পেয়ে তৃতীয় হন আব্দুল জব্বার ও ৩৩২ ভোট পেয়ে চতুর্থ হন ইচ্ছেঘুড়ির স্বত্বাধিকারী জ্ঞানদীপ ঘোষ। সংর¶িত আসনে সর্বোচ্চ ৪৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন শিরিন আকতার। উক্ত নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শি¶ক বিশ^জিৎ ঘোষ। আইন শৃক্সখলার দায়িত্বে ছিলেন সিরাজদিখান থানার এস আই কাদের ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত