সিরাজদিখান ট্রাক-সিএনজি  মুখোমুখি সংঘর্ষ, নিহত ২     

  লতা মন্ডল,সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি  :  

প্রকাশ: ৪ এপ্রিল ২০২১, ১৫:৫১ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২৫

মুন্সীগেঞ্জর সিরাজদিখানে ট্রাক-সিএনজি মুখোমুিখ  সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছে গুরুতর আহত হয়েছেন আরো ৪ সিএনজি যাত্রী । । আজ রবিবার সকাল ৮ টার সময় ঢাকা- নাবাবগঞ্জ সড়কের তুলশী খালী ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।  নিহত দুজনের একজন সিএনজি চালক ।  নিহত উজ্জল কেরানীগঞ্জ উপজেলার মোঘারচর গ্রামের ফকিরচানের ছেলে  বলে নিশ্চিত হওয়া গেলেও অপরজনের পরিচয় পাওয়া যায়নি। 

সিরাজদিখান শেখরনগর ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চি করে জানান,ঢাকা গামী যাত্রবাহী সিএনজি সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুিখ সংঘর্ষ হলে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যায় এবং আহতের হাসপাতালে নেওয়ার পথে আরো একজন  যাত্রী মারা যায় যার পরিচয় এখনো পাওয়া যায়নি । আহতরা সবাই মিটফোর্ড হাসপাতালে আছে ।ঘাতক ট্রাককে আটক করা সম্ভব হয়নি ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত