সিরাজদিখান উপজেলা ভাইস চেয়ারম্যানের উপর হামলা, আহত-২
প্রকাশ: ১৯ মার্চ ২০২৩, ১২:৫৬ | আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৫৮
মুন্সীগঞ্জের উপজেলা ভাইস চেয়ারম্যানের উপর হামলার ঘটনা ঘটেছে এতে ভাইস চেয়ারম্যানের দুইজন কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার নিমতলা শাহাবুদ্দিন প্লাজা মার্কেটের নিচ তলায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন ভাইস চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী ইমরান শেখ(৩০) ও শহিদুল (৩২)।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মইনুল হাসান নাহিদ বলেন, বাসাইল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল আজ। সেখানে আমি অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠান চলাকালে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিক দলবল নিয়ে এসে বিদ্যালয়ের সভাপতি বাবু সরকারের উপর হামলা করে। সেখানে আমি তাদেরকে শান্ত করে দিতে গেলে আমার সাথে বাক-বিতন্ডা হয়। পরবর্তীতে সেখান থেকে আমার ব্যক্তিগত অফিস নিমতলা শাহাবুদ্দিন প্লাজার সামনে আসলে সেলিম ও শাহাবুদ্দিন লোকজন নিয়ে এসে অতর্কিত হামলা করে। এতে আমার সাথে থাকা ৪-৫ জন আহত হয় তার মধ্যে ইমরান ও শহীদুলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাসাইল উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আতিকুর রহমান বাবু ও প্রধান শিক্ষক মো.আব্দুল জলিল জানান,ভাইস চেয়ারম্যান ও বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে অনুষ্ঠেনে দাওয়াত করায় থানা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিকের নেতৃত্বে অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায় । পরে অনুষ্ঠান বন্ধ হয়ে যায় ।
এ বিষয়ে জানতে সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিয়ান আব্দুল্লাহ অনিকে একাধিকবার ফোন করলেও সে ফোন রিসিভ করেননি। সিরাজিদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যানের অনুসারীদের সাথে সেলিম গ্রুপের কয়েকজনের সাথে মারামারি হয়। মারামারির মূল কারণ এখন পর্যন্ত জানা যায়নি এ বিষয়ে এখনও কেউ থানায় কোন ধরনের অভিযোগও করেনি। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত