সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

  সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ মে ২০২৪, ১৪:৪৫ |  আপডেট  : ২৩ ডিসেম্বর ২০২৪, ২৩:৩১

তৃতীয় ধাপে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে এ ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ। ঘোষিত ফলাফলে চেয়ারম্যান পদে মোঃ আওলাদ হোসেন মৃধা (আনারস) প্রতীকে পেয়েছেন ৪৬হাজার ১৯০ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মঈনুল হাসান নাহিদ পেয়েছেন ৪২হাজার ১৮ভোট। ৪হাজার ১৭২ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন আওলাদ হোসেন মৃধা। মোট বৈধ ভোট ১ লাখ ১৪ হাজার ৫২২। বাতিল ভোট ৪ হাজার ১৯০ভোট। ৪৫.৯০ ভাগ ভোট পড়েছে।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মুহাম্মদ মোশারফ হোসেন মাইক প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ৯০৬ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী চশমা  প্রতীকের প্রার্থী একে এম আবুল কাশেম পেয়েছেন ২০হাজার ২৮৫ভোট। ৩হাজার ৬২১ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন মুহাম্মদ মোশারফ হোসেন সুমন। মোট বৈধ ভোট ১লাখ১০ হাজার ৭৯৪। বাতিল ভোট ৭হাজার ৬১৫ ভোট। ৪৫.৭৮ ভাগ ভোট পড়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন পেয়েছেন ৪০হাজার ৬৯৮ ভোট।তার তার নিকটতম প্রতিদ্বন্দী সেলাই মেশিন প্রাতীকের প্রার্থী মিসেস আয়েশা আক্তার ৩৭হাজার ৪২৪ভোট। ৩হাজার ২৭৪ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন। মোট বৈধ ভোট ১লাখ ১১ হাজার ৬৩৫। বাতিল ভোট ৬হাজার ৭১১ ভোট। ৪৫.৪০ ভাগ ভোট পড়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আল আমিন বলেন,এ উপজেলার মোট ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১০ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। 

দলীয় প্রতীক না থাকায় মূলত এত প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন। এ উপজেলার ১৪টি ইউনিয়ন রয়েছে, ভোটারসংখ্যা ২ লাখ ৫৫ হাজার ২০২। তাঁদের মধ্যে ১ লাখ ৩১ হাজার ৮৮৫ পুরুষ ও ১ লাখ ২৩ হাজার ৩১৭ জন নারী ভোটার রয়েছেন।

 এছাড়া এ উপজেলায় ৩৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত