সিরাজদিখান উপজেলা কৃষকলীগের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান
প্রকাশ: ১ আগস্ট ২০২২, ২০:১২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৪:২১
বাংলাদেশ কৃষকলীগ সিরাজদিখান উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। আজ সোমবার বিকাল ৪টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সুপার মার্কেটের কৃষকরীগের অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন করা হয়। বাংলাদেশ কৃষকলীগ সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি দীন মোহাম্মদ লালুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোরাম মোস্তফা সেন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সভাপতি হাজী মহিউদ্দিন আহম্মেদ। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি ও কৃষকের অকৃত্রিম বন্ধু ছিলেন । স্বাধীনতার পরপরই তিনি দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন এবং কৃষি বিপ্লবের সূচনা করেন। সেটিকে অনুসরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কৃষকের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। জনগণ যাতে কোনো দুর্ভোগের কবলে না পড়েন এজন্য আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন-মুন্সিগঞ্জ জেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক এইচ এম সাইফুল ইসরাম ফিরোজ। বিশেষ অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার,মোঃ মাসুদ হাওলাদার, ফয়সাল তালুকদার কুদ্দুস,হাজী লুৎফর রহমান,এস এম সুলতান রমজান মৃধা,আব্দুল জলিল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত