সিরাজদিখানে ১২৮জন গ্রাম পুলিশের মাঝে পোশাক ও সরঞ্জাম বিতরণ

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৮:২৩ | আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০১:১০

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ১২৮জন গ্রাম পুলিশের মধ্যে পোশাক ও আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর)বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।উপজেলার মোট ১২৮ জন গ্রাম পুলিশের হাতে নতুন পোশাক, জুতা, বেল্ট, টর্চলাইটসহ বিভিন্ন সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহিনা আক্তার বলেন, গ্রাম পুলিশ প্রশাসনের মূল শেকড় পর্যায়ে কাজ করে। তাদের দায়িত্বশীলতা ও সততার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সরকার তাদের কাজের স্বীকৃতি স্বরূপ এসব পোশাক ও সরঞ্জাম প্রদান করছে। আমাদের গ্রামীণ আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। উপজেলার ১৪টি ইউনিয়নের মোট ১২৮ জন গ্রাম পুলিশ সদস্যকে এসব পোশাক দেয়া হয়েছে। পোশাকের সঙ্গে ছাতা, লাইট, জুতা ও বেল্ট রয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বাড়ি, বিভিন্ন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।গ্রাম পুলিশের সদস্যরা নতুন পোশাক ও সরঞ্জাম পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত