ইসকনকে দায়ি করে পঞ্চগড়ে ঈমাম আক্বিদা কমিটির বিক্ষোভ

গাজীপুরের অপহৃত মুফতি মিয়াজিকে পঞ্চগড়ে অচেতন অবস্থায় উদ্ধার 

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১৭:৩৭ |  আপডেট  : ২৩ অক্টোবর ২০২৫, ২১:২৩

গাজীপুরের টঙ্গী থেকে মুফতি মুহিবুল্লাহ মিয়াজি কে অপহরণ ও গুমের ঘটনায় বৃহষ্পতিবার দুপুরে পঞ্চগড় শেরেবাংলা পার্কের সামনের সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঈমাম আক্বিদা রক্ষা কমিটি ,পঞ্চগড়। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি ক্বারি মো. আব্দুলাহ, খেলাফত মজলিশ পঞ্চগড় জেলা শাখা সভাপতি মাও. মীর মোর্শেদুল তুহিন, সাধারন সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ।  

বক্তারা এ ঘটনায় উগ্র হিন্দুত্বাবাদী সংগঠন সন্ত্রাসী সংগঠন ইসকনকে দায়ি করে বলেন, আমরা দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাই। কিন্তু এই সন্ত্রাসী সংগঠন দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আমরা এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি জানাই। ইসকন কয়েকটি চিঠি মাফরত মহিবুল্লাহকে হুমকি ধুমকি দিয়ে আসছিল। তারা আরো বলেন ইসকনকে নিষিদ্ধ করতে হবে। তা না হলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়বে। তারা ষড়যন্ত্র করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে ষড়যন্ত্র করছে।এসময় তারা বিক্ষুব্ধ হয়ে বলেন ইসকনের আস্তানা বাংলাদেশে হবেনা বলে হুসিয়ারি উচ্চারণ করে নানা রকম শ্লোগান দেয়। 
 
এদিকে গতকাল বৃহষ্পতিবার ভোরে পঞ্চগড় সদর থানা পুলিশ মুফতি মুহিবুল্লাহ মিয়াজি (৬৫)কে সদরের তেতুঁলিয়া-বাংলাবান্ধা মহাসড়কের হেলিপ্যাড নামক এলাকায় সড়কের পাশে অজ্ঞান অবস্থায়  উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, মুফতি মুহিবুল্লাহ মিয়াজি গাজীপুরের টঙ্গীপূর্ব থানা এলাকার টিএন্ডটি বিটিসিএল জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব। তিনি দীর্ঘ ১৭ বছর যাবত ওই মসজিদে খতিব ও পেশ ঈমামের দায়িত্ব পালন করে আসছেন। 

তার পিতা মৃত  মাও. নুরুল হক। সকাল সোয়া ছয়টার দিকে খবর পেয়ে তাকে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। পরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তির পর তার জ্ঞান ফিরলে তিনি তার ঠিকানা ও ছেলের মোবাইল নম্বর দেন। এরপর আমরা তার পরিবারকে খবর দেই। তারা আসলেই আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করার পর গুমের শিকার মুফতি মুহিবুল্লাহ মিয়াজিকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তিনি বুধবার অপহরণ হয়েছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত