সিরাজদিখানে হেফাজত নেতা আব্দুল মতিন গ্রেপ্তার
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২১, ২১:৫০ | আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৪৩
মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের বাড়িতে গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ভাংচুর,অগ্নিসংযোগ,লুটপাট ও সাবেক ওসি এস এম জালাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার জেরে সেখানে তান্ডব চালানোর মামলায় সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এস আই মোঃ শাহিনূর আহম্মেদ নয়ন জানান, মো. আব্দুল মতিন নামে (৫২) বছর বয়সী এই হেফাজত নেতাকে আজ রাত সাড়ে ৭টায় কেরানীগঞ্জ রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সোমবার রাত সারে ৮ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত হেফাজত নেতা মো. আব্দুল মতিন নয়টি মামলার আসামি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত