সিরাজদিখানে হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

  সিরাজদিখান(মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১৯:১২ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৫, ১৪:৩১

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার সিরাজদিখান থানার গেইট সংলগ্ন এলাকার নাছির শেখ (৪৫) হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ শুক্রবার বিকাল ৫টায় উপজেলার সিরাজদিখান বাজারে ওই কর্মসূচি পালন করা হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট শনিবার রাত পৌনে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার মালামত মাদ্রাসা সংলগ্ন পাকা রাস্তায় বাড়ি যাওয়ার সময় সেখানে কয়েকজন মিলে নাছির শেখকে গলায় গুলি করে হত্যা করে।

নিহতের ছোট ভাই সেলীম শেখ জানান, ফুপাতো ভাইয়ের জমি বিক্রি করার কাস্টমার এনে দেওয়ার কারণে নূরু ইসলামের ছেলে সেলীম(বাবু ২৮) ও নয়ন(২৫)সহ ৪/৫জন শনিবার রাত পৌনে ১১টার দিকে মাইক্রোবাসে এসে আমার ভাইকে গুলি করে ফেলে রেখে যায়। আমার ভাই আমাদেরকে ফোনে তাকে গুলি করা হয়েছে বলে জানান। আমরা এসে আমার ভাইকে উদ্ধার করে সিরাজদিখান ইছাপুরা  স^াস্থ্য কমপ্রেক্স হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার আমার ভাই মারা গেছেন বলে জানান।  এ ঘটনায় নিহতের ছোট ভাই সেলীম শেখ  বাদী হয়ে সিরাজদিখান থানায় মামলা করেন। কিন্তু আজও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। মানববন্ধনে বক্তব্য দেন নিহতের স্ত্রী সোমাইয়া আক্তার, সোহেল মাহমুদ, হাসনা বেগম, মিন্টু শেখ, সেলীম শেখ, নাহিদ আক্তার প্রমুখ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত