সিরাজদিখানে স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে চেক বিতরণ

  সিরাজদিখান – (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:২৮ |  আপডেট  : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:০৯

মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২০২০- ২০২১ অর্থ বছরের সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনকে এককালীন অনুদান আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সুমন মধু, সিরাজদিখান উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিমেল সরকার জুই,সিরাজদিখান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানী নাগ, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ আক্তার হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা কান্তা পাল,সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,  সিরাজদিখান সমাজসেবা সিনিয়র অফিসার আনোয়ার হোসেন, সাংবাদিক গোপাল দাস হৃদয় প্রমুখ। 

উল্লেখ্য, ৭টি স্বেচ্ছাসেবী সংগঠনের দুইটিকে ৩৩ হাজার টাকা ও ৫টিকে ৩২ হাজার টাকা করে মোট ২ লাখ ২৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত