সিরাজদিখানে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও জয়ের জন্মদিন পালন
প্রকাশ: ২৮ জুলাই ২০২২, ১৫:৫১ | আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪০
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিক ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়’র জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে নানা কর্মসূচি পালন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিরাজদিখান উপজেলার উদ্যোগে বেলা সাড়ে ১১ টায় উপজেলার পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দুপুর সাড়ে ১২টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালরে সামনে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং কেককাটা হয়।
উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম রয়েলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা যুবলীগের ১নং যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম লিটু, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মনির হোসেন মিলন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী চঞ্চল, তাঁতীলীগ সভাপতি মোঃ রাসেল শেখসহ আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত