সিরাজদিখানে স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত
প্রকাশ: ৩ মে ২০২৩, ১০:৪২ | আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১১:১০
সিরাজদিখানে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস-২০২৩ পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের উপলক্ষে র্যালি, বৃক্ষ রোপণ, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশ গ্রহনে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা শেষে জন্মদিবসের কেক কাটেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য পরিদর্শক নূুরুল ইসলাম,সহকারী স্বাস্থ্য পরিদর্শক মঞ্জু আক্তার, সহকারী স্বাস্থ্য পরিদর্শক শিল্পী রানী পাল, স্বাস্থ্য সহকারী হিমাংশু রায়, স্বাস্থ্য সহকারী আব্দুল হামিদ,স্বাস্থ্য সহকারী সোহরাব হোসেন,সিএইচসিপি উত্তম মন্ডল,সিএইচ সিপি সাইদুর রহমান,সিএইচসিপি সংগীতা,রায়,সিএইচসিপি মেহেদী হাসান প্রমুখ। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত